বইমেলায় প্রত্যাশার চেয়ে কাটতি বেশি


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলায় আজ ছিল শনিবার। ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোহরাওয়ার্দী উদ্যানে বিক্রেতাদের মুখে তৃপ্তির হাসিই বলে দিচ্ছে বেচা কিনা ছিল ভালো। প্রকাশকরা বললেনও তাই।  

বললেন, এখনতো মেলার যৌবন চলছে, বেচাকিনাও অনেক ভালো। শনিবার অমর একুশে বইমেলায় ছিল ১৮ তম দিন।

প্রকাশকদের কথায় মেলাতো এখন যৌবন পার করছে কারণ ১৫ থেকে ২৪-২৫ তারিখের মধ্যে মেলায় বেচাকিনা হয় চোখে পড়ার মতো। প্রকাশকরাও খুশি থাকেন। মেলায় আসা দর্শনার্থীদের বইকেনা ছাড়া ফিরে যাওয়াটাও কম থাকে।

কাকলী প্রকাশনীর প্রকাশক নাসির আহমেদ সেলিম জাগো নিউজকে বলেন, এখন যারা মেলায় আসেন, তারা প্রত্যেকে বই কিনেন। কেউ খালি হাতে যান না। কারণ পাঠকরাই এখন মেলায় আসে। তারা বইও কিনছেন। বিকিকিনও খুব ভালো চলছে।

মাওলা ব্রাদার্সের ক্যাশিয়ার অনুপ দত্ত জাগো নিউজকে বলেন, মেলায় বেচাকিনা ভালোই চলছে। প্রত্যাশরা চেয়ে বেশিই বলবো। দর্শনার্থীও আসছে প্রচুর।  

সাহিত্য প্রকাশের ম্যানেজার বাবুল শাহ বলেন, দুই তিন দিন ধরে মেলায় বেচাকিনা খুব ভালো চলছে। হতাশ নই ভালোই চলছে।

এমএইচ/এএসএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।