বইমেলায় জাগো নিউজের চার সংবাদকর্মীর বই


প্রকাশিত: ০৭:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

দেশের অন্যতম নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের চার সংবাদকর্মীর বই পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। তারা হলেন- মিজানুর রহমান মিথুন, হাবীবাহ্ নাসরীন, সাখাওয়াত হোসেন সুজন ও সালাহ উদ্দিন মাহমুদ।

মিজানুর রহমান মিথুন
মিজানুর রহমান মিথুনের কিশোর উপন্যাস ‘তোমাদের জন্য বঙ্গবন্ধু স্বপ্নজয়ী সেরা মানুষ’। বইটি পাওয়া যাবে ৫৯৫- ৫৯৬ নম্বর স্টলে। শিল্পী সোহাগ পারভেজের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ‘স্বরবৃত্ত প্রকাশন’।

হাবীবাহ্ নাসরীন
হাবীবাহ্ নাসরীনের উপন্যাস ‘তুমি আছো, তুমি নেই’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৫০২-৫০৩ নম্বর স্টলে ১৪০ টাকায় বইটি পাওয়া যাবে।

সাখাওয়াত হোসেন সুজন
সাখাওয়াত হোসেন সুজনের প্রথম গল্পগ্রন্থ ‘যদি কখনো ভালোবাসো’। বইটি প্রকাশ করেছে ‘শিল্পৈষী’ প্রকাশনী। বইটির পরিবেশক পূর্বা ও প্রকৃতি প্রকাশনী। বইটি ২৭৫ নম্বর স্টল ও লিটল ম্যাগ চত্বরের রোদ্দুরে পাওয়া যাবে।

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘সার্কাসসুন্দরী’। বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটি পাওয়া যাবে ৩২৮ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। এটি তার প্রথম গল্পগ্রন্থ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।