বইমেলায় মোহাম্মদ নূরুল হকের ষষ্ঠ প্রবন্ধের বই


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বইমেলায় পাওয়া যাচ্ছে মোহাম্মদ নূরুল হকের ষষ্ঠ প্রবন্ধের বই ‘কবিতার সময় ও মনীষার দান’। বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম প্রকাশনী। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। বইটি পাওয়া যাবে ১৩০ নম্বর স্টলে।

মোহাম্মদ নূরুল হক সৃজনশীল কিংবা মননশীল প্রবন্ধের ক্ষেত্রে প্রশ্নশীল ও স্বতন্ত্রধারা সৃষ্টি করে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। নতুনচিন্তা ও বিচিত্র বিষয়ের উপস্থাপন এবং তত্ত্ব বিশ্লেষণ ও যুক্তিপ্রয়োগে তার প্রবন্ধ হয়ে ওঠে তীক্ষ্ম, স্বতন্ত্র। তার প্রবন্ধের বিষয় বিচিত্রমুখী।

অনেক বিষয়ে তিনি নিজস্ব অভিমত প্রকাশে অকুণ্ঠ। কবি ও গল্পকার হওয়া সত্ত্বেও প্রবন্ধের প্রতি অত্যধিক আকর্ষণের কারণেই এ মাধ্যমেই তার কাজের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। বাংলাদেশের কবি ও কবিতার মূল্যায়নধর্মী বেশ কটি ক্ষুরধার প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘কবিতার সময় ও মনীষার দান’।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।