বইমেলায় পারভেজ আহমেদের ‘মাটির মানুষ’


প্রকাশিত: ০২:৩২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

সমাজে সবল আর দুর্বল এবং নিপীড়িত মানুষদের নিয়ে পারভেজ আহমেদের ‘মাটির মানুষ’ উপন্যাসটি অমর একুশে বইমেলা ২০১৭-তে পাওয়া যাচ্ছে।

মাটির মানুষ বইটি সম্পর্কে মুহাম্মদ পারভেজ আহমেদ বলেন, সবল আর দুর্বলদের নিয়ে মানব সমাজ গঠিত। সমাজের প্রত্যেক মানুষ কর্তৃত্ব প্রয়োগ করতে চায়। কেউ চায় প্রকৃত সেবা দান করতে আবার কেউ চায় সেবার বিনিময়ে ভোগ করতে। আবার মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে গুমরে গুমরে কাঁদে। আর এমনি নিপীড়িত মানুষ নিয়েই এ উপন্যাসের অগ্রযাত্রা।

উপন্যাসটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। বইটি অমর একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে ১০ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া সিলেট এম সি কলেজে কবিতা পরিষদ আয়োজিত চৌদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের বই মেলায়ও পাওয়া যাবে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।