বইমেলায় প্রভাষ আমিনের দুই বই


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

এবারের অমর একুশে বইমেলায় সাংবাদিক প্রভাষ আমিন পাঠকদের দুটি বই উপহার দিচ্ছেন। এরইমধ্যে তার লেখা ‘সুখী মানুষের জামা’ মেলায় এসেছে। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

বইটি সম্পর্কে প্রভাষ আমিন বলেন, “এই সময়টা এলে আমার মন ভালো হয়ে যায়। এবার বইমেলায় ‘সুখী মানুষের জামা’ প্রকাশ  করেছে অন্যপ্রকাশ।”
অন্যদিকে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাম্রলিপি থেকে ‘তার আগে চাই গণতন্ত্র’ শিরোনামের আরো একটি বই মেলায় আসবে।

প্রভাষ আমিন গণমাধ্যম, মানবাধিকার, রাজনীতি ও বিভিন্ন সামাজিক ইস্যুতে লেখালেখি করেন। এসব বিষয়ে তার সাতটি বই প্রকাশ হয়েছে। তার প্রথম বই ‘স্বাধীনতা আমার ভালো লাগে না’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে।

প্রভাষ আমিন ভালোভাবে জানেন পাঠককে আকৃষ্ট করার কৌশল। তার গদ্য ঝরঝরে, ভাষা সাবলীল ও মেদহীন। একজন দক্ষ কথাশিল্পীর মতোই তার বাচনভঙ্গি ও শব্দের গাঁথুনি।

এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।