মেলায় স্টল বিন্যাস নিয়ে ক্ষোভ


প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলার আজ নবম দিন। এই সময় এসেও বিক্রি সন্তোষজনক নয় বলে হতাশ প্রকাশকরা। মূল কারণ হিসেবে বলছেন বইয়ের দর আর মেলার স্ট্রাকচার।

বৃহস্পতিবার জাগো নিউজকে এভাবে আক্ষেপের কথা বলেন শোভা প্রকাশনের প্রকাশক মিজানুর রহমান।

তিনি বলেন, ভূইফোঁড় বিক্রেতারা চাইলেই স্টল বরাদ্দ পাচ্ছেন। বইমেলা কেন্দ্রিক বাড়ে এদের আনাগোনা। সারাবছর তাদের খুঁজে পাওয়া যায় না। এমনকি ফুটপাতে যারা বই বিক্রি করতেন তারাও স্টল নিয়ে বসছেন। ইচ্ছেমতো বই বিক্রি করছেন। আড়ালে রাখা বই সস্তা দামে বিক্রি করছেন। যার কারণে ক্রেতারা এতো দাম দিয়ে আমাদের স্টলের বই কিনছেন না।

মিজানুর রহমান বলেন, বাংলা একাডেমি যাকে তাকে স্টল বরাদ্দ দিলে তো এটা আর বইমেলা থাকে না। এবারও যে পরিবেশ তা কি আর বইমেলা বলা যায়?

এদিকে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও এ প্রকাশক স্টল বিন্যাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, স্টল এমনভাবে করা হচ্ছে যে দর্শনার্থীরা এক গলিতে ঢুকলে অন্য গলি খুঁজে পাওয়া যাবে না। এভাবে মেলার স্ট্রাকচার করা হলে, কেউ অনেক বিক্রি করবে, আর কেউ বিক্রি চোখেও দেখবে না। বৃত্তাকারে মেলার স্ট্রাকচার করা হলে সবারই বিক্রির সুযোগ থাকে।

এএসএস/এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।