‘কাটার মাস্টার মোস্তাফিজ’ আসছে বইমেলায়


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

তিন আঙুলের কারসাজিতে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছেন বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। ক্রিকেট দুনিয়ায় ব্যাটসম্যানদের কাছে মোস্তাফিজ এক আতঙ্কের নাম। যার প্রতিটি বলে নজর থাকে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। মোস্তাফিজ মানেই বাড়তি ক্রিকেট আনন্দ। মোস্তাফিজ মানেই ক্রিকেট উৎসব!

ক্রিকেট ইতিহাসের অনন্য এই রূপকারকে নিয়েই অমর একুশে বইমেলায় আসছে ‘কাটার মাস্টার মোস্তাফিজ’।

আগামীকাল সোমবার থেকে বইমেলায় পাওয়া যাবে মোস্তাফিজুর রহমানের জীবনীমূলক বই ‘কাটার মাস্টার মোস্তাফিজ’।

বইটি যৌথভাবে লিখেছেন বিকেএসপির বাংলার শিক্ষক ড. শামীমুজ্জামান ও ক্রিকেটার সাকিবের ব্যাচমেট মু. খাদেমুল ইসলাম। বইটি প্রকাশ হচ্ছে রূপ প্রকাশন থেকে (২৭০-৭১ নং স্টল)। মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বইটিতে তরুণ খেলোয়াড় মোস্তাফিজুর রহমানের শৈশব, কৈশরের নানা কাহিনী, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, খেলার মাঠের প্রশিক্ষণ, অর্জন সবই মিলবে। থাকছে খেলার জগতে পা রাখার পেছনের কথাও।

এছাড়া বইটিতে বিভিন্ন সময়ে তার দায়িত্বে থাকা কোচ এবং ভাইয়ের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। আছে কিছু দুর্লভ ছবিও।

এএসএস/এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।