মেলায় শান্তনু চৌধুরীর দু’টি উপন্যাস


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

সাংবাদিক ও সাহিত্যিক শান্তনু চৌধুরীর লেখা দু’টি উপন্যাস এবার এসেছে অমর একুশে বইমেলায়। উপন্যাস দুটি হলো ‘অন্য সময়ের প্রেম’ এবং ‘পর সমাচার এই যে’।

ছাত্র রাজনীতি, খুন-খারাপি, হল দখল আর ক্যাম্পাস প্রেম নিয়ে পার্ল পাবলিশার্স (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নম্বর : ৩৫৩ থেকে ৩৫৬) থেকে প্রকাশ হয়েছে ‘অন্য সময়ের প্রেম’। দাম ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন অরূপ মান্দী।

একটি মেয়ের চাওয়া-পাওয়া, হতাশা আর রোমান্টিক জীবন পাওয়ার আকুতি নিয়ে উপন্যাস ‘পর সমাচার এই যে’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নম্বর : ৫০২-৫০৩)। প্রচ্ছদ হোসাইন তৌফিক ইফতিখার। দাম ২০০ টাকা।
 
শান্তনু চৌধুরী বেশিরভাগই লেখেন রোমান্টিক ধারার। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বই। এর মধ্যে কথা প্রসঙ্গে, তারার অন্তরালে, প্রথম চিঠি, ফিরে এসো, নারীসঙ্গ, অন্য সময়ের প্রেম, পর সমাচার এই যে উল্লেখযোগ্য।

চট্টগ্রামের সাতকানিয়ায় জন্ম নেয়া শান্তনু চৌধুরী প্রাতিষ্ঠানিক পাঠ শেষ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। কাগুজে, অন্তর্জালিক, শ্রুতিনির্ভর ও দৃশ্যমান সংবাদ মাধ্যমে কাজ করেছেন।

এএসএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।