বইমেলায় বিধান রিবেরুর দুটি বই


প্রকাশিত: ১২:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

সেনেগালের বিখ্যাত চলচ্চিত্রকার উসমান সেমবেন ও তাঁর চলচ্চিত্র নিয়ে প্রথমবারের মতো বাংলা ভাষায় বই প্রকাশ হয়েছে। বিধান রিবেরু রচিত বইটির নাম ‘উসমান সেমবেনের চলচ্চিত্র হালা’।

কথা প্রকাশ থেকে প্রকাশিত বইতে উসমান সেমবেনের জীবনী ছাড়াও বিখ্যাত চলচ্চিত্র ‘হালা’ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধের অনুবাদ রয়েছে। রয়েছে উসমান সেমবেনের সাক্ষাৎকার। আফ্রিকার চলচ্চিত্রের ইতিহাস নিয়েও রয়েছে একটি রচনা।

এছাড়া নতুন বই ‘অনুভূতিতে আঘাতের রাজনীতি ও অন্যান্য’ আসছে বইমেলায়। বইটি প্রকাশ করছে ঐতিহ্য প্রকাশনী।   

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘আমি সমাজের একজন সংবদেনশীল মানুষ হিসেবে সমাজে যেসব ঘটনা ঘটছে সেগুলোর প্রতিক্রিয়া জানিয়েছি। নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।