হুমায়ূন আহমেদকে নিয়ে বই লিখলেন শাওন


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশের বইমেলায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের দুটি বই প্রকাশ হচ্ছে। জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন শাওন। বই দুটি মূলত হুমায়ূন আহমেদকে কেন্দ্র করেই লেখা।

তিনি বলেন, একটি বইয়ের নাম ‘নদীর নামটি ময়ূরাক্ষী’, অন্যটি ‘কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের চিত্রনাট্য’র উপর ভিত্তি করে লেখা।

শাওন বলেন, ‘নদীর নামটি ময়ূরাক্ষী বইটির উপজীব্য হচ্ছে হুমায়ূন আহমেদের লেখা অসংখ্য জনপ্রিয় গান লেখার পেছনের গল্প। এটি পাওয়া যাচ্ছে কাকলী প্রকাশনী থেকে। তবে অন্য বইটি এখনও মেলায় আসেনি। শিগগিরই এটি প্রতীক প্রকাশনীতে পাওয়া যাবে।’

শাওনের মতে, দুটি বই-ই হুমায়ূন ভক্তদের কাছে ভালো লাগবে।

এনই/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।