বইমেলায় এহসান মাহমুদের আদিবাসী প্রেমিকার মুখ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলায় এসেছে কবি ও কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের কাব্যগ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ’। বইটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী।

বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ৬১৯-৬২০-৬২১ স্টলে। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন চারুপিন্টু।

এহসান মাহমুদ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে কর্মরত। এরআগে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’ ব্যাপক আলোচিত হয়। ‘আদিবাসী প্রেমিকার মুখ’ তার তৃতীয় গ্রন্থ।

এহসান মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘বইমেলা শুরু হচ্ছে আর আমি রাজধানীর বাইরে। আনন্দের খবর হচ্ছে, মেলার প্রথম দিন থেকেই আমার কবিতার বইটি পাওয়া যাবে।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।