বইমেলায় মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহর চারটি বই

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলায় থাকছে কবি ও কথাসাহিত্যিক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহর চারটি বই। বরাবরের মতো ভিন্ন আদলের গল্প, কবিতা, মুক্তগদ্য, উপন্যাস ও অনুবাদ নিয়ে মেলায় এসেছে তার বইগুলো।

বেলা অবেলার মঞ্চ
বিষয়ভিত্তিক মুক্তগদ্যের বই ‘বেলা অবেলার মঞ্চ’। হাসি-খুশি আর অনাবিল আনন্দখেলায় শুরু হয়ে বেদনার লাল-নীল রঙে শেষ হয়েছে। প্রতিটি লেখাই জাতীয় দৈনিকে প্রকাশিত। বইটিতে সমাজের নিগূঢ় বাস্তবতা আর রহস্যঘেরা আলোছায়ার খেলা দেখিয়েছেন লেখক। বাংলার রূপবৈচিত্রেরও রয়েছে বিপুল সমাবেশ। সুস্থ সংস্কৃতির নামে বহতা স্রোতের মতো ভাসমান অপসংস্কৃতির মহড়ার ইতিকথা এসেছে তার দারুণ মুনশিয়ানায়। সেসব কাহিনি আর উত্তরণের অভিনব কারিশমা রয়েছে বইয়ের আলো-আঁধারির মঞ্চে। লেখক নিজস্ব শৈলীতে শব্দের পর শব্দের চাষ করেছেন প্রতিটি গদ্যে। ছোট ছোট বাক্যে গল্পের আদলে দেয়া নান্দনিক রূপ পাঠককে আকৃষ্ট করবে অনায়েসেই। পাঁচটি অধ্যায়ে সন্নিবেশিত বইয়ের গতিশীলতা, প্রাণবন্ততা ও বস্তুনিষ্ঠতা মুগ্ধ করার মতো। ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত ১২৮ পৃষ্ঠার বইটির কাগজ বিনিময় ১৫০ টাকা।

গুমরে মরি একলা ঘরে
ভিন্ন এক গদ্যশৈলীতে লেখা উপন্যাস ‘গুমরে মরি একলা ঘরে’। ছোট ছোট বাক্যে সহজিয়া গদ্যে আলাদা কাব্যিক স্বাদ পাওয়া যাবে বইটিতে। চলমান প্রেম-দ্রোহ, বিশ্বাস-অনুভূতি আর ধর্মান্তরের অপপায়তারার কাহিনিই এর মূল উপজীব্য। কিশোর-তরুণ, এমনকি উচ্চমহলের লোকটিকেও যেন কথাসাহিত্যিক আহ্বান জানান এসবে শামিল সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে রূখে দাঁড়াতে। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে সুন্দর আগামীর আহ্বান যেন তার প্রতিটি শব্দ-বাক্যের দাবি। ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত ৬৪ পৃষ্ঠার বইটির কাগজ বিনিময় ১০০ টাকা।

মহীয়সী নারীদের দিনরাত
অনুবাদগ্রন্থ ‘মহীয়সী নারীদের দিনরাত’ সময়ের অনুবাদ জগতে ভিন্ন এক দিগন্ত। অতীতের নারীদের কথা তুলে ধরে বর্তমান নারীদের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে নিপুণভাবে। মহীয়সীদের জীবনটা ছিলো কেমন? আর আজকের নারীদের দিনরাতই বা কাটছে কোন হালে? আরবি থেকে বাংলায় অনুবাদ করে দাড়িপাল্লায় সেসব যেন মেপেছেন অনুবাদক। সরাসরি অনুবাদ নয়, তবে অনুবাদ অবলম্বনটাই স্বপ্ন-সম্ভাবনার আগামী পৃথিবীর আলাকিত পথ দেখাবে। বাজারে অনুবাদের ভিড়ে এটি একটি স্বতন্ত্র্য অনুবাদকর্ম। ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত ৬৪ পৃষ্ঠার বইটি সম্পাদনা করেছেন মুফতি আবদুস সালাম। বইটির কাগজ বিনিময় ১০০ টাকা।

বাড়িয়েছি হাত অধরায়
শিশু-কিশোর উপযোগী গল্পগ্রন্থ ‘বাড়িয়েছি হাত অধরায়’ লেখকের প্রথম বই। শৈশব-কৈশোরের গন্ধ ছাপিয়ে ওঠা তারুণ্যের বেলা-অবেলায় পেছনকথা আলোচিত হয়েছে অভিনব গদ্যের আদলে। অন্যধারা প্রকাশিত ৮০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১২০ টাকা।

ঢাকা বইমেলার অন্যধারা, মদীনা পাবলিকেশন্স, বইঘর, ইসলামিয়া কুতুবখানায় এবং কলকাতা বইমেলার নন্দিতায় পাওয়া যাবে বইগুলো। এছাড়াও অনলাইন বুকশপ অন্যধারা ও রকমারি ডটকমের মাধ্যমে ঘরে বসেই মিলবে সব ক’টি বই। প্রথম তিনটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন কাজী যুবাইর মাহমুদ। আর ‘বাড়িয়েছি হাত অধরায়’ এর প্রচ্ছদ এঁকেছেন মোবারক হোসেন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।