মৌলি আজাদের রক্তজবাদের কেউ ভালোবাসেনি


প্রকাশিত: ০৮:০৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

কথাশিল্পী মৌলি আজাদের ভিন্ন আঙ্গিকে লেখা এক অনন্য দীর্ঘ গল্প ‘রক্তজবাদের কেউ ভালোবাসেনি’। এ বছর বইমেলার প্রথম দিনেই আসছে বইটি। আগামী প্রকাশনী প্রকাশিত বইটির মূল্য ১৫০ টাকা।

কারা এই রক্তজবা? কেনই বা তারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত? মানুষের ভালোবাসা না পাওয়াই কি তাদের হৃদয়ের একমাত্র যন্ত্রণা? সমাজের কোন অধিকারটাই বা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারছে তারা? জীবনের অনিবার্য- আকাঙ্ক্ষিত যেসব অধিকার মানুষের, আদৌ কি রক্তজবাদের কাছে সেসব অধিকার চেনা? অপ্রাপ্তি আর বঞ্চনাকে কি রক্তজবারা নিজেদের কপাল লিখন বলেই মেনে নিয়েছে?

এই দীর্ঘ গল্পের অনেক রক্তজবার মধ্যে একজন রক্তজবা সালেহা। তার মুখ দিয়েই বের হয়ে যায় সব রক্তজবার ভিতরে জমে থাকা ক্ষোভ। চারপাশের মানুষগুলোর কাছে যা অনেকটা হঠাৎ অগ্নিকাণ্ডের মতো মনে হয়। গল্পের চতুর, তর্কবাগীশ, স্বার্থপর মানুষগুলো তাই রক্তজবা সালেহার অভিযোগ তথা ক্ষোভের উত্তর দেবার মত ভাষা সহসাই খুঁজে পায় না। বাস্তবে আমরাও কি পারবো রক্তজবাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বয়ে যাওয়া নানা ঝঞ্ছনা, বিক্ষুব্ধ জীবনের হাজারো প্রশ্নের জবাব দিতে?

রক্তজবাদের নানা কথার সঙ্গে সমাজের বিভিন্ন অসঙ্গতিকে ভিন্নভাবে গল্পের আকারে সাজিয়েছেন দেশের প্রখ্যাত কবি-সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রয়াত হুমায়ুন আজাদের মেয়ে কথাশিল্পী মৌলি আজাদ।

বইটি সম্পর্কে মৌলি আজাদ বলেন, ‘এটি একটি ভিন্নধর্মী গল্প। আমি আশাকরি, আমার লেখা বইটি পড়ে পাঠক পাবে শিল্পের নির্যাস আর নতুনভাবে জীবন-মানুষ-সম্পর্ক-চারপাশকে উপলব্ধি করার প্রয়াস।’

এমএইচএম/এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।