ঘুমপাড়ানি ছড়া থেকে ছয়টি ছড়া


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

আসছে বইমেলায় হাবীব রেজা আহমদের ছড়ার বই ‘সোনামণিদের ঘুমপাড়ানি ছড়া’ প্রকাশ হতে যাচ্ছে। বইটিতে মোট ৩২টি ছড়া রয়েছে। তা থেকে ছয়টি ছড়া পাঠকের কাছে তুলে ধরা হলো-

১.
খুকুর চোখে ঘুম আসে
ঘুম দেয় কে?
হাসি-খুশি প্রাণখানি
দিয়েছেন যে।

২.
ময়ূর নাচে পেখম খুলে
আকাশ কালো মেঘ,
তাক-ধিনা-ধিন খুকুর নাচন
দেখ না চেয়ে দেখ।

৩.
কোকিল ডাকে কুহু কুহু
কা-কা ডাকে কাক,
দোয়েল পাখি শিস দিয়ে যায়
ডাকছে দাদু নাক।

৪.
‘বউ কথা কও’- ডাকছে পাখি
দিচ্ছে শাখে দোল,
বউটি লাজে কুটি কুটি
নেই তো মুখে বোল।

৫.
চাঁদ ঢালে জোছনা
ফুল ঢালে মউ,
খুকুমণি হতে চায়
ছোট সোনাবউ।

৬.
খোকনসোনা বড় হবে
অনেক বড় যেদিন,
মায়ের চোখে ‘ছোট্ট খোকা’
ছোট্ট রবে সেদিন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।