এহসান হায়দারের লাল পাহাড়ের রহস্য


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

সপ্তাহ পেরুলেই বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০১৭। এবারের বইমেলায় আসছে কবি এহসান হায়দারের প্রথম শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘লাল পাহাড়ের রহস্য’।

শিশুদের মনে আনন্দের খোরাক জোগাবে এমন মজার মজার ৯টি গল্প নিয়ে এহসান হায়দারের এই প্রয়াস। গল্পগুলো হচ্ছে- লাল পাহাড়ের রহস্য, বুলু, বংটুর হাতী, পালের গোদা গগণ দা, বটগাছের ভূত, একটি দোয়েলের গল্প প্রভৃতি।

নতুন প্রকাশনা সংস্থা দ্যু প্রকাশন প্রকাশ করছে বইটি। বইটির প্রচ্ছদ এবং পাতায় পাতায় চমৎকার অলংকরণ করেছেন নবীন চিত্রশিল্পী বিষ্ণু ঋষি। মূল্য রাখা হয়েছে ১৩০ টাকা।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।