দীর্ঘস্থায়ী শোকসভা থেকে চারটি কবিতা


প্রকাশিত: ১০:০৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলা ২০১৭ তে প্রকাশ হচ্ছে তরুণ কবি ও কালের ধ্বনির সম্পাদক ইমরান মাহফুজের কাব্যগ্রন্থ ‘দীর্ঘস্থায়ী শোকসভা’। প্রকাশিতব্য এ গ্রন্থ থেকে চারটি কবিতা পাঠকের সামনে তুলে ধরা হলো-

তল্লাসী

চাঁদের সাথে জোছনার পরকীয়া
অনুভবে বাতাসে বাতাসে কথা কয়
প্রার্থনার ডানায় মুখোমুখি হৃদয়।

আমি রোদের বিলি কেটে কাঁপছি
খরজ্বালা বুক— খুঁজছে মৌলানার মন
অন্তস্থলেও চলছে তল্লাসী!

রুমির উৎসাহে নাভীতে সাগর
ঠিকঠাক ডুবে যায় তলতলে।

যা কিছু গভীর— তাই রহস্য!

****

স্বপ্নভেলায় ভাসি

মাটির পৃথিবীতে বাড়ছে মেকি ব্যস্ততা।
হৃদয়রাজ্য দখল করছে নগর!
ইটরঙা দুপুরের দাপটে; সবুজ বাতাস
দাঁড়ায় কামনার বিকেল বেলায়।

দূর থেকে কে যেন আসে
বদ্ধ দুয়ার খুলে লুটোপুটি খায়।
সুরের বিছানায় কাটে সময়
                 ওড়ে মনরাঙা স্বপ্ন
                        উচ্ছ্বাসে হাটে মেঘ।
মাথার উপর পরিযায়ী পাখি, চলে বাতাসে
শরতের বুকে স্বপ্নভেলায় একলা তরী ভাসে।

****

তুমি ও ঈশ্বর

প্রকৃতির সর্বত্র ঈশ্বর সত্যেও                                                                           
সুখ-দুখের ভাগীদার মানুষ!

বোধের দেয়াল টপকে বুঝি—                                               
তোমার জন্য মরার আগে                               
ঈশ্বরের জন্য বাঁচা দরকার!

****

নগরের উত্তপ্তফেনা

নগরে নীতিরাজের উত্তপ্তফেনা
ঝলসে দিচ্ছে অসহায় বালকের স্বপ্ন
চিহ্ন হারাচ্ছে অচিন পাখি
খসে পড়ছে হলদে পালক
রক্তজলে ভাসছে ক্ষমতার আসন
সাময়িক কসরতে ফুরাচ্ছে বৃক্ষজীবন
আহা স্বপ্ন!
            আহাপাখি!
                 আহা পঙ্খিরাজ    
                        কোথায় যাবে— কোন গহ্বরে?
সর্বত্র রাজ্যের আগুনে জ্বলছে হৃদয়
আলেয়ার ছায়ায় যদি একটু ঠাঁই হয়!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।