দিন নয়, সময় বাড়ল বইমেলার
২৮ তারিখেই শেষ হচ্ছে বইমেলা, তবে বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) থেকে বাকি দিনগুলোতে বইমেলা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় খোলা থাকবে।
বুধবার রাতে একাডেমির উপ-পরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানান।
হরতাল-অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত প্রকাশকরা মার্চ মাসেও কয়েকদিন বইমেলা চালানোর দাবি করেছিলেন। কিন্তু দিন না বাড়িয়ে একাডেমি সময় বাড়ানোর ঘোষণা দিল।
এই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মেলা বিকেল ৩টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে দুপুর ২টা থেকে শুরু হবে এবং রাত সাড়ে আটটার পরিবর্তে ৯টায় বন্ধ হবে।
শেষের দুই দিন (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
এসআরজে