দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বইমেলায় ‘প্রযুক্তিতে দেখব দেশ’
বইমেলায় প্রকাশিত হয়েছে ব্রেইল পদ্ধতিতে তৈরি তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন `প্রযুক্তিতে দেখব দেশ`। দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে এটি প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তিবিষয়ক মাসিক ম্যাগাজিন `টেকওয়ার্ল্ড বাংলাদেশ`।
শনিবার বইমেলার নজরুল মঞ্চে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী সোসাইটির (বিভিআইপিএস) সভাপতি মোশারফ মজুমদার এবং মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নাজনীন নাহার।
মোস্তাফা জব্বার বলেন, ব্রেইল পদ্ধতির এ তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন তথ্যপ্রযুক্তি খাতে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের প্রযুক্তিতে আগ্রহী করতে মাইলফলক হিসেবে কাজ করবে।
নাজনীন নাহার জানান, তথ্যপ্রযুক্তির হালনাগাদ তথ্যসহ দৃষ্টিপ্রতিবন্ধীদের বিভিন্ন প্রযুক্তির তথ্য নিয়ে প্রতি মাসে বের হবে ম্যাগাজিনটি। দেশের ২৪টিরও বেশি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে বিনা মূল্যে ম্যাগাজিনটি বিতরণ করা হবে। ম্যাগাজিনটির তথ্য ব্রেইল মুদ্রাক্ষরে রূপান্তরে সহায়তা করেছে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)।
আরআইপি/এআরএস