প্রবাসী লেখক স্বপ্না সাহার স্রোতস্বিনী


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসী লেখক স্বপ্ন সাহার উপন্যাস স্রোতস্বিনী। বইটি প্রকাশ করেছে মম প্রকাশ।

বইটির উৎসর্গ পত্রে লেখক লিখেছেন, পৃথিবীর সমস্ত মানবত্মার এক মুহূর্তের অন্তনিঃশ্বাসের ভালোবাসাই এনে দিতে পারে এক সভ্য সমাজ, বিতাড়িত এসব অভিশপ্ত দেহে এক অনাবিল আলো। মানব হৃদয়ে গহীন সুরে বেজে উঠুক এক নক্ষত্র জ্যোতির নীল জলতরঙ্গ। নিষ্প্রদীপ ঘরে সেই বঞ্চিত নারীর দীর্ঘশ্বাসের প্রতি আমার ভালোবাসার এই ক্ষুদ্র অঞ্জলী।

স্বপ্ন সাহার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইকপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পড়াশোনা শেষে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি গ্রিসে প্রবাসী জীবন যাপন করছেন। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ১০৫, ১০৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।