বইমেলায় সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অমর প্রকাশনী। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৩৫৪-৩৫৫ নম্বর স্টলে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
বইটিতে লেখক নিরাপদ মাতৃত্বের গুরুত্ব, গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন, শিশুর পুষ্টি, শারীরিক-মানসিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও রয়েছে বইটিতে।
বইটি সম্পর্কে সৈয়দ হুমায়ুন কবীর বলেন, ‘সুস্থ ও সচেতন মায়েরা একটি সুস্থ জাতির ভিত্তি গড়ে তুলতে পারেন। তাই মাতৃত্বকালীন যত্ন ও শিশুর শারীরিক-মানসিক বিকাশ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
- আরও পড়ুন
- গাজী মুনছুর আজিজের ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’
- সাংবাদিক ফারুকের ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোয় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। বইটি গর্ভবতী মা, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং গবেষকদের জন্য সহায়ক হতে পারে জানালেন লেখক।
২০২৪ সালের অমর একুশে বইমেলায় সৈয়দ হুমায়ুন কবীরের প্রথম বই ‘ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে’ প্রকাশিত হয়। যা পাঠকমহলে বেশ সমাদৃত হয়। মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক বইটিও পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করছেন তিনি।
এসইউ/জিকেএস