ঈশিতা ইমুর প্রথম গল্পগ্রন্থ ‘মায়া হারানোর গল্প’
অমর একুশে বইমেলায় পাঠকদের জন্য নতুন চমক নিয়ে এসেছেন নবীন লেখক ঈশিতা ইমু। তার প্রথম গল্পগ্রন্থ ‘মায়া হারানোর গল্প’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাচ্ছে প্রকাশনীর ৬৮৬-৬৮৮ নম্বর স্টলে। দাম রাখা হয়েছে ২৮০ টাকা।
বইটি মূলত মানুষের হারিয়ে ফেলা অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার নীরব ব্যথা এবং জীবনযাপনের গভীর দর্শনকে ঘিরে লেখা হয়েছে। প্রতিটি গল্পই একেকটি স্বতন্ত্র অনুভূতির রং ছুঁয়ে যায়। যেখানে চরিত্রগুলো কখনো বাস্তব, কখনো কল্পনার গহীনে হারিয়ে যায়।
লেখক ঈশিতা ইমু বলেন, ‘জীবনের পরতে পরতে পড়ে থাকা মায়া হারিয়ে যায় অদৃশ্য সময়ের বালুচরে। সেই মায়ার ক্ষত কখনো মুছে যায় না। ‘মায়া হারানোর গল্প’ বইতে হারিয়ে যাওয়া মায়ার টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। যেখানে থ্রিলার, রোমান্টিক এবং সায়েন্স ফিকশনের মোহনা এক হয়ে গেছে। এটি শুধু একটি বই নয়, প্রত্যেকটি মানুষের মনের গভীরতম অনুভূতিগুলোকে স্পর্শ করবে। প্রত্যেকটি গল্পই পাঠককে ভাবাবে।’
তিনি বলেন, ‘আমাদের জীবনের প্রতিটি বাঁকে কিছু না কিছু হারিয়ে যায়। কখনো তা মানুষ, কখনো স্বপ্ন, আবার কখনো আত্মপরিচয়। ‘মায়া হারানোর গল্প’ সেই হারিয়ে ফেলা মুহূর্তগুলোর স্মৃতিচিহ্ন তুলে ধরার একটি প্রচেষ্টা।’
প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, ‘মায়া হারানোর গল্পে পাঠক নিজেকেই খুঁজে পাবেন। যদি আপনি আবেগপ্রবণ, সম্পর্কের গভীরে ডুব দিতে ভালোবাসেন, তাহলে বইটি আপনার জন্যই! বইমেলায় এসে হারিয়ে যান ‘মায়া হারানোর গল্প’র আবেগঘন জগতে!’
এসইউ/জিকেএস