বইমেলায় নাজনীন তৌহিদের তিনটি বই

কথাসাহিত্যিক নাজনীন তৌহিদের তিনটি বই প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। এর মধ্যে দুটি বই শিশুতোষ ছড়া এবং গল্পের।
শিশুতোষ বই দুটির একটি হলো ৪০টি মিষ্টি ছড়া নিয়ে শিশু-কিশোরদের জন্য বই ‘খোকা খুকুর মিষ্টি ছড়া’। আরেকটি ৭টি ভৌতিক গল্প নিয়ে শিশু-কিশোরদের জন্য বই ‘ভয়ংকর ভুতের তাণ্ডব’।
- আরও পড়ুন
আসছে ধ্রুব হিমালয়ের গল্পগ্রন্থ ‘রূপন্তী’
আসছে শাওন মাহমুদের ‘থার্টি সেকেন্ড কোয়ান্টাম থিওরি’
এ ছাড়া ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’ প্রমিত উচ্চারণ, কণ্ঠসাধনা, কণ্ঠের ব্যায়ামসহ নানাবিধ কৌশল ও আবৃত্তি উপযোগী ৪০০ কবিতা নিয়ে ৬০০ পৃষ্ঠার বই।
বইগুলো পাওয়া যাবে যথাক্রমে ভিন্নমাত্রা প্রকাশনীর ৪১২ নম্বর স্টল এবং রাওয়া পাবলিকেশনের ৭৯১-৭৯২ নম্বর স্টলে।
এসইউ/জেআইএম