আসছে তামান্না ইসনাইনের ‘অবশেষে এলে তুমি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক তামান্না ইসনাইনের নতুন বই ‘অবশেষে এলে তুমি’। বইটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সুপ্রসন্ন কুণ্ডু।

প্রকাশক জানান, ‘অবশেষে এলে তুমি’ বইটি মেলায় প্রকাশনীর ৭৪৩-৭৪৪ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ২০০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডটকমে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

‘অবশেষে এলে তুমি’ লেখকের প্রথম একক আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি লেখকের নিজের জীবনের এক অপূর্ব প্রেমকাহিনি। নারী ও মাতৃত্বের জন্য যে আত্মত্যাগ, তা কলমের ছোঁয়ায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

লেখকের নিজের জীবনের গল্প হলেও অনেকের মনে দাগ কাটতে সক্ষম হবে বলে ধারণা লেখকের। এ ছাড়া তার তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।