আসছে জাহিদ অন্তুর প্রথম উপন্যাস ‘প্রণয়িনী’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় আসছে কণ্ঠশিল্পী জাহিদ অন্তুর প্রথম উপন্যাস ‘প্রণয়িনী’। বইটি প্রকাশ করছে বইমই প্রকাশনী। ১২৮ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ৩৩০ টাকা।

নান্দনিক প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসাইন। বইমেলায় বইটি পাওয়া যাবে বইমই প্রকাশনীর ১৪৭ নম্বর স্টলে।

বিজ্ঞাপন

প্রকাশক জানান, জাহিদ অন্তুর ‘প্রণয়িনী’ উপন্যাস আমাদের জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পের এক রূপরেখা। প্রণয়িনী নিয়ে লেখকের আকাশসম প্রত্যাশার সাথে সাথে আমিও ভালো কিছুর প্রত্যাশা করছি।

বইটি সম্পর্কে লেখক রাশেদুল ইসলাম বলেন, ‘জীবন গল্পের সূচনা জন্মের পর হলেও মৃত্যু অবধি বাকিটা জীবনের প্রতিটি ক্ষণ নতুন নতুন গল্পের সূচনা। মানুষ কখনো গল্প হয়ে বেঁচে রয় আবার কখনোবা গল্প লিখে বেঁচে থাকে সবার হৃদয়ে। প্রত্যেক মানুষই একেকটি গল্পের জনক! কারো গল্প প্রকাশিত হয়, কারো মেঘের আড়ালে চাঁদ হারিয়ে যাওয়ার মতো করে প্রকাশিতব্যই থেকে যায়। ‘প্রণয়িনী’ও ঠিক কালের কোণঠাসায় হারিয়ে যেতে থাকা এক জীবনের গল্প।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ অন্তু কণ্ঠশিল্পী, শিক্ষক এবং একজন সফল ব্যবসায়ী। তার প্রথম উপন্যাসটি পাঠকের ভালো লাগবে বলে বিশ্বাস তার।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।