আসছে ধ্রুব হিমালয়ের গল্পগ্রন্থ ‘রূপন্তী’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে তরুণ লেখক ও কথাসাহিত্যিক ধ্রুব হিমালয়ের গল্পগ্রন্থ ‘রূপন্তী’। এটি তার চতুর্থ বই এবং দ্বিতীয় গল্পগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।

বইটি প্রকাশ করছে বইমই প্রকাশনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে ধ্রুব হিমালয়ের ‘প্রণয়ের অভিধান’, ‘অন্তরাল’, ‘উড়ো চিঠি’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন বই সম্পর্কে ধ্রুব হিমালয় বলেন, ‘একজন পাঠক থেকে উঠে আসা লেখক আমি। বইয়ের জগতটাকে খুব বেশি ভালোবাসি। সেই ভালোবাসা থেকে সৃষ্টি করে যাওয়া। লিখে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। তারই ধারাবাহিকতায় এবারও বই আসছে। আশা করি সবার ভালো লাগবে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।