সাকিব মৃধার কাব্যগ্রন্থ ‘আমি একলা হতে চাই’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো সাকিব মৃধার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আমি একলা হতে চাই’। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শাকিল মৃধা।

প্রকাশক জানান, ৮০ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় পাওয়া যাবে বইমই প্রকাশনীর ১৪৭ নম্বর স্টলে। এ ছাড়া অনলাইন বুকশপেও পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বইটি সম্পর্কে সাকিব মৃধা বলেন, ‘বইটি যেন বিষণ্নতার প্রতিচ্ছবি। যেন মন খারাপের প্রতিচ্ছবি। বুকের ভেতর জমানো সহস্র হাহাকার, আর্তচিৎকার, আর্তনাদ আর মস্তিষ্কে জমানো সহস্র স্মৃতি নিয়ে লেখা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাকিব মৃধার প্রথম কাব্যগ্রন্থ ‘অধরা প্রাপ্তি’ প্রকাশিত হয় ২০২৪ সালের বইমেলায়। এর আগে প্রায় ৩০টি যৌথ কাব্যগ্রন্থ এবং ৫টি যৌথ গল্পগ্রস্থ প্রকাশিত হয় ২০২১ এবং ২০২২ সালের বইমেলায়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।