প্রকাশিত হলো মুহাম্মদ রাশেদুল ইসলামের ‘কলিজার আধখান’
![প্রকাশিত হলো মুহাম্মদ রাশেদুল ইসলামের ‘কলিজার আধখান’](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/book-cover-20250130143717.jpg)
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো মুহাম্মদ রাশেদুল ইসলামের প্রথম উপন্যাস ‘কলিজার আধখান।’ বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সাইফ আশরাফ।
প্রকাশক জানান, ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২৭৫ টাকা। বইটি আমাদের সমাজের বাস্তবতা থেকে নেওয়া—এক সঙ্গীহীন পরিবারের গল্প। লেখকের প্রথম উপন্যাস হিসেবে এটি অনন্য।
প্রথম উপন্যাস সম্পর্কে লেখক মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘কলিজার আধখান’ শুধু একটি উপন্যাসের নাম নয় বরং একটি আবেগ-অনুভূতি, বিশেষ অতিথি, নতুন এক প্রাপ্তির সূচনা। কলিজার আধখান ‘এক মায়ের বিশেষ স্মৃতি’। যে স্মৃতিতে সুখ পেয়েছে অশেষ।
তিনি জানান, ‘কলিজার আধখান’ কাল্পনিক কোনো চরিত্র দিয়ে আঁকা নয় বরং আমাদের সমাজ থেকে নেওয়া বাস্তব চিত্রকে রূপ দেওয়া হয়েছে। এখানে প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প সাজানো হয়েছে অজস্র শব্দের সমাহার থেকে কিছু উপযুক্ত শব্দ দিয়ে। আশা করি পাঠক বইটি পড়ে হতাশ হবেন না।
লেখকের এর আগে কোনো একক বই না এলেও তার সম্পাদিত ‘চিঠি সিরিজ’ প্রকাশিত হয়েছে। সিরিজের বইসমূহ হলো—‘করুণা করে হলেও চিঠি দিও’, ‘মেঘ পিয়ন’ এবং ‘অবেলার চিঠি’।
এসইউ/এএসএম