আসছে রবিউল কমলের ‘নকিপুরের নেকড়ে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে রবিউল কমলের কিশোর রহস্য থ্রিলার ‘নকিপুরের নেকড়ে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান জ্ঞানকোষ।

নোয়াবেকি স্কুলের একদল কিশোর নিয়ে বইয়ের গল্প। স্কুলটি সুন্দরবনের পাশে অবস্থিত। সেখানকার তিন শিক্ষার্থী তুতুম, রাসেল ও মেহেদী। তিন চরিত্রকে ঘিরে পুরো গল্প আবর্তিত হয়েছে। তাদের সঙ্গে আরেকটি চরিত্র, নাম ভোলানাথ। ভোলানাথ হলো ভূত, সে মূলত মজার মজার কিছু অদ্ভুত ঘটনা ঘটায়।

বিজ্ঞাপন

শুরুতে তুতুম, রাসেল ও মেহেদী সুন্দরবনে একটি অভিযানে যায়। তারা বাঘের কবল থেকে একটি ছেলেকে উদ্ধার করতে চায়। কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না! এরপর স্কুলের হেড স্যারের মেয়েকে অপহরণ করবে নকিপুরের নেকড়ে বাহিনী। তাকে উদ্ধার করতে গিয়ে আরও ভয়ংকর বিপদে পড়ে তুতুম, রাসেল ও মেহেদী।

রবিউল কমল বলেন, ‘বইটি শিশু-কিশোরদের ভালো লাগবে। নকিপুরের নেকড়ে বইটিতে রহস্য, থ্রিলার, ফ্যান্টাসি ধরনের স্বাদ পাবেন পাঠক।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নকিপুরের নেকড়ে বইয়ের ভোলানাথ চরিত্রটি বেশ মজার। ভোলানাথ কিছু ফ্যান্টাসি ও অদ্ভুত ঘটনা ঘটায়। আমার বিশ্বাস, ভোলানাথ চরিত্রটি পাঠকের খুবই ভালো লাগবে।’

নকিপুরের নেকড়ে বইয়ের এঁকেছেন মানব। বইমেলায় জ্ঞানকোষের ২৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।