আসছে সালমান হাবীবের ‘মনে পড়ে মনও পোড়ে’
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি সালমান হাবীবের দ্বাদশ কবিতার বই ‘মনে পড়ে মনও পোড়ে’। বইটি প্রকাশ করছে পুনশ্চ পাবলিকেশন। বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান।
প্রকাশক জানান, বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। এরই মধ্যে বিশেষ অফারে রকমারি ও বুকমার্ক অনলাইন বুকশপে প্রি-অর্ডার শুরু হয়েছে।
আরও পড়ুন
সালমান হাবীব বলেন, ‘স্মৃতি মাত্রই পোড়ায়। সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস। মানুষ ছেড়ে যায়। তবুও মায়া ছাড়া যায় না। মায়া ছেড়ে যায় না। এ এক অদ্ভুত জটিল আর জোরালো আঠা; যার নাম মায়া। যাপিত জীবনের এসব সুখ-দুঃখ ফুটে উঠেছে এবারের কবিতায়। পাশাপাশি এই বইয়ে থাকছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কবিতা।’
সালমান হাবীবের প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে—‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’, ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’, ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’, ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’, ‘দুঃখ দুগুণে পাঁচ’ এবং ‘কবি তার কবিতার’।
এসইউ/এমএস