প্রকাশিত হলো ফরিদুল ইসলাম নির্জনের ‘সে শুধু আড়ালে থাকে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

মানবজনম যেন গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়। কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত থেকে যায়। জীবনপাঠের এই বলা না-বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা বিজয়ী বইটির প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এ তো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ।

বইয়ের গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যতের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাওয়ার অপেক্ষা, না পাওয়ার বেদনা, বিচ্ছেদের সার-সংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রণ, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতাসহ অন্যান্য বিষয় নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘আমার লেখা সবচেয়ে প্রিয় গল্পগুলো এই বইতে আছে। গল্পগুলো বেশ চমকপ্রদ। একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত উঠতে ইচ্ছে করবে না। প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।’

ফরিদুল ইসলাম নির্জনের জন্ম ১৯৮৭ সালের ১০ অক্টোবর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে। বর্তমানে আইসিএমএবিতে সিএমএ কোর্সে অধ্যয়নরত। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশের অনলাইনেও লিখছেন তিনি।

লেখালেখির হাতেখড়ি কবিতা হলেও কথাসাহিত্য নিয়েই এগিয়ে চলেছেন। তিনি বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে গ্রন্থ সম্মাননা-২০২২, বাসপ সাহিত্য পুরস্কার-২০২৩ অর্জন করেন। প্রকাশিত হয়েছে ছয়টি গ্রন্থ। শিশু-কিশোর গল্পগন্থ ‘স্কুল মাঠে ভূতের মেলা’, রম্যগল্পের বই ‘প্রেমের নাম হাসপাতাল’ ও উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ‘আশ্রয়’, ‘আপনজন’ এবং ‘জীবনবিলাস’।

‘সে শুধু আড়ালে থাকে’ বইটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বিনিময় মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।