আসছে ফখরুল হাসানের ‘যে পথ ভুলে গেছো তুমি’
অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি ফখরুল হাসানের কবিতার বই ‘যে পথ ভুলে গেছো তুমি’। বইটি প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
বইটি সম্পর্কে কবি ফখরুল হাসান বলেন, ‘এটি আমার এগারোতম বই। কবিতার বই হিসেবে সপ্তম। বইটিতে প্রেম, দ্রোহ ও সমসাময়িক কবিতা স্থান পেয়েছে। আশা করি সবার ভালো লাগবে কবিতাগুলো।’
ফখরুল হাসানের প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। এরপর কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন’, ‘দহন দিনের গান’, ‘নূপুর পায়ে দুপুর’, ‘বীভৎস চিৎকার’ এবং ‘মন মন্দিরে সেই তুমি’ প্রকাশিত হয়।
কবিতা ছাড়াও গল্পগ্রন্থ ‘দাম্পত্যের অন্তরালে’, শিশুতোষগ্রন্থ ‘বিজয় নিশান’, শিশুতোষ গল্পগ্রন্থ ‘গল্পগুলো বিজয়ের’, ‘ভূতপুরের ভূতনাথ’ প্রকাশিত হয়। তিনি ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক এবং সোনার বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক।
ছড়া-কবিতা ও গল্পের পাশাপাশি তিনি নিয়মিত লিখছেন আধুনিক গান। তার গান রফিকুল আলম থেকে শুরু করে বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী সালমা ও কামরুজ্জামান রাব্বির কণ্ঠে ধ্বনিত হয়েছে।
এসইউ/জেআইএম