আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ নভেম্বর ২০২৪

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে অভিনেতা ও লেখক ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন।

গতবারের বইমেলায় প্রকাশিত হয়েছিল তার দুটি বই। একটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। প্রকাশ করেছিল কিংবদন্তী পাবলিকেশন। অপরটির নাম ‘ভাঙা চশমা’। প্রকাশ করেছিল সপ্তর্ষী প্রকাশনী।

নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘২০২৫ সালে একুশের বইমেলায় আমার একটি বই প্রকাশের ইচ্ছা আছে। বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। বইটির নাম ঠিক করেছি ‘আমার না বলা কথা’।’

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছের মানুষ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। এবার লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়েছেন।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।