চব্বিশের গণঅভ্যুত্থানের কবিতা নিয়ে ‘বৃত্তান্ত’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ৩১ আগস্ট ২০২৪

চব্বিশের গণঅভ্যুত্থানের কবিতা নিয়ে ১৯ আগস্ট প্রকাশিত হয়েছে কবি শাদমান শাহিদ সম্পাদিত সাহিত্যের ছোটকাগজ ‘বৃত্তান্ত’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় যারা ফেসবুকে লিখেছেন তাদের মধ্য থেকে ১১৮ জন কবির কবিতা-ছড়া এখানে সূচিবদ্ধ হয়েছে। সংকলনটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন সম্পাদক অথবা প্রকাশ কাদের বাবুর ইনবক্সে!

এ সংকলনে স্থান পেয়েছে ফরহাদ মজহার, মাহবুব হাসান, আবদুল হাই শিকদার, নাসরীন জাহান, শহীদুল্লাহ ফরায়জী, ফারুক হোসেন, রহমান হেনরী, শাহীন রেজা, জগলুল হায়দার, মাসুদ খান, মুহাম্মদ নিযামুদ্দীন, কাজী জহিরুল ইসলাম, সাখাওয়াত টিপু, কামরুজ্জামান কামু, কামরুজ্জামান, জ. ই. মামুন, ফরিদ ভূঁইয়া, জাহানারা বুলা, শান্তা মারিয়া, সজল আশফাক, মহিবুর রহিম, মুজতাহিদ ফারুকী, পারভেজ চৌধুরী, সাজ্জাদ বিপ্লব, মিজানুর রহমান শামীম, শাকিল রিয়াজ, সোহেল হাসান গালিব, শারদুল সজল, সায়ীদ আবুবকর, জুলফিকার শাহাদাৎ, খায়রুল বাবুই, ইমতিয়াজ মাহমুদ, ফজলুল হক তুহিন, আলতাফ শাহনেওয়াজ, ওয়াহেদুজ্জামান আহমেদ।

সংখ্যাটিতে আরও স্থান পেয়েছেন ড. হাসান নাশিদ, আমানত উল্লাহ খান, শাহিন রিজভি, নিলয় রফিক, তরুন ইউসুফ, হোসেন জয়দ্রথ, কাজী বর্ণাঢ্য, জব্বার আল নাঈম, সাইয়েদ জামিল, রাসেল রায়হান, সালেহীন শিপ্রা, শামশাম তাজিল, আমিনুল ইসলাম মামুন, হিজল জোবায়ের, স্বপঞ্জয় চৌধুরী, আমির হামজা, ফারজানা রুম্পা, প্রতীক ওমর, অমিত গোস্বামী, হাসনাইন হীরা, রফিক লিটন, সাম্য শাহ, এমরানুর রেজা, শাহ মুহাম্মদ মোশাহিদ, মো. আ. কুদ্দূস, শাহরিয়ার কাসেম, পলিয়ার ওয়াহিদ, হাসান রোবায়েত, মোকাদ্দেস-এ-রাব্বী, ময়নুল ইসলাম, শোয়েব সাদাব, ফারুক মোহাম্মদ ওমর, নোমান প্রধান, তাশফিন সহিব, রাশিদ খান, হাবীবাহ্ নাসরীন, মাহবুবা করিম, নাদিয়া জান্নাত, রিশি কাব্য, শামীম খান যুবরাজ, আবিদ আজম, সাইদ উজ্জ্বল, রিগ্যান এসকান্দার, আকিব শিকদার, শফিকুল আলম টিটন, আহমদ সাইফ, তাসরিন প্রধান, আশফিকা আঁখি, মাহমুদ মেঘ, নাজমুল হুদা পারভেজ, তাসফিয়া জেরিন।

আরও লিখেছেন শরিফ আহমেদ, বিপ্রতীক মোস্তাক, সিদরাতুল মুনতাহা, রাসেল আবদুর রহমান, খোরশেদ মুকুল, রহমান সিদ্দিক, সফুরা খাতুন, যিশু মুহম্মদ, লোকমান হোসেন জীবন, রিহিল তাহসিন, বাপ্পা আজিজুল, কাজী রাফি, সৈয়দ সাইফুল্লাহ শিহাব, সাইফুর রহমান লিটন, দীপঙ্কর মুখোপাধ্যায়, তুহীন বিশ্বাস, খাদিজা ইভ, ফারা দিবা, এশা ইউসুফ, নয়ন আহমেদ, আল আমীন, চঞ্চল বাশার, ফারুক ফরায়েজি, আবুল বায়ান আল মুস্তাকিল, রাকিবুল ইসলাম শুভ, কাদের বাবু, নোমান আব্দুল্লাহ, রাতুল হরিৎ, মাসুম আওয়াল, শাহারিয়া সিদ্দিকী এবং
শাদমান শাহিদ।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।