আসছে উম্মে সোহাগীর কাব্যগ্রন্থ ‘খণ্ডিত জীবন’
তরুণ কবি উম্মে সোহাগীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘খণ্ডিত জীবন’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম। নামলিপি করেছেন ওসমান আল আহনাফ।
প্রকাশক এমদাদুল হক জানান, ৮০ পৃষ্ঠার ‘খণ্ডিত জীবন’ বইটির প্রচ্ছদ-মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটির প্রি-অর্ডারের ঘোষণা আসবে খুব তাড়াতাড়ি।
- আরও পড়ুন
বাংলা সাহিত্যে শিল্পপ্রবণতা: লেখকের দায়বদ্ধতা
প্রকাশিত হলো কালের ধ্বনি ‘বাংলাদেশের কবিতার ৫০’
কবি উম্মে সোহাগী বলেন, ‘জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে সৃষ্টি হলো ‘খণ্ডিত জীবন’। আপনাদের জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে বইটি পড়তে পারেন। আশা করি সবারই ভালো লাগবে।’
সাহিত্যের দীর্ঘ যাত্রাপথের এক নতুন অভিযাত্রী উম্মে সোহাগী। ‘ত্রিকোণ জানালা’ তার প্রথম কাব্যগ্রন্থ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তার জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্যের হাতেখড়ি তার।
এসইউ/জেআইএম