বইমেলায় ওয়াসিকা নুযহাতের দুটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে ঔপন্যাসিক ওয়াসিকা নুযহাতের দুটি বই। উপন্যাস ‘বরফকুচি খামে দূর পাহাড়ের ডাক’ প্রকাশ করেছে বইবাজার প্রকাশনী। মূল্য ৮৫০ টাকা। গল্পগ্রন্থ ‘বেলা শেষের অরণ্যে’ প্রকাশ করেছে আজব প্রকাশ। মূল্য ২৭০ টাকা।

ওয়াসিকা নুযহাতের প্রথম লেখা প্রকাশিত হয় প্রথম আলোর ছুটির দিনে। ২০১৫ সালে ভোরের কাগজ ঈদ সংখ্যায় প্রকাশ পায় উপন্যাস ‘মাঝে মাঝে তব’। ২০১৬ সালের অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো মলাটবন্দি হয়ে একক বই হিসেবে আত্মপ্রকাশ করে উপন্যাস ‘খাঁচার ভিতর অচিন পাখি’।

লেখকের উপন্যাসসমূহ- বৃষ্টিমহল (২০১৮), মন সায়রের পাড়ে (২০১৯), অক্টোবর রেইন (২০২০), বৃষ্টিমহল ২ (২০২০), বৃষ্টিমহল ৩ (২০২১), হৃদয়াক্ষী (২০২১)। উড়ান মেঘের দেশে (২০২২), সেদিন অক্টোবর (২০২৩), স্বপ্নের বৃষ্টিমহল (২০২৩) প্রভৃতি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।