আরিফা রহমানের সায়েন্স ফিকশন ‘নিরুশা’
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী আরিফা রহমানের সায়েন্স ফিকশন ‘নিরুশা’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশনের অঙ্গপ্রতিষ্ঠান দূরবীণ।
বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ৫৩৪-৫৩৫ নাম্বার স্টলে। এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় বই। এর আগে ‘শুকনো ফুলের ক্ষত’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন
• বইমেলায় কাব্য সুমীর ‘হৃদয় এক নির্বাসনের নাম’
• পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের শিশুতোষ বই
• আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’
লেখক আরিফা রহমান বলেন, ‘এই বইয়ের গল্পটা আমি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। কিন্তু লিখতে গিয়ে দেখলাম, যা ভেবেছিলাম তা ছাড়িয়ে অন্য দিকে মোড় নিয়ে বসে আছে। এই গল্পে অনেক কিছু উহ্য আছে। যা থেকে পাঠকের ইচ্ছে করবে বিস্তারিত জানতে।’
তিনি বলেন, ‘এখানে আমি যে কাজটা করেছি, তা হলো কবিতার পাঠকের মতো এই গল্পের পাঠককেও স্বাধীনতা দিয়েছি নিজ থেকে ভাবার। জানি না কতটুকু পেরেছি। তবে আশা রাখি, পাঠক নিরাশ হবেন না।’
এসইউ/এএসএম