ফারজানা রাহার ‘প্রাণের মানুষ আছে প্রাণে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ফারজানা রাহার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’। বইটি প্রকাশ করেছে বইবাজার প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মো. সাদিত উজ জামান।

প্রকাশক জানান, বইটির মুদ্রিত মূল্য ২৩০ টাকা হলেও ২৫% ছাড়ে ১৭০ টাকায় পাওয়া যাবে বইমেলায়। এছাড়া অনলাইনে অর্ডার করতে পারবেন রকমারি, বুকলেট, বইকিনি, প্রজ্ঞাসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে।

আরও পড়ুন
বইমেলায় কাব্য সুমীর ‘হৃদয় এক নির্বাসনের নাম’
পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের শিশুতোষ বই
আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’

ফারজানা রাহা বলেন, ‘বইটিতে মোট ৪৫টি কবিতা আছে। আজকাল কবিতাপ্রেমীরা মূলত সহজ ভাষায় কবিতা পড়তে চান। তাই পাঠকের ভালো লাগার কথা চিন্তা করেই প্রতিটি কবিতা সহজ-সাবলীল ভাষায় লিখেছি। কিছু কবিতা বিরহের, কিছু ভালোবাসার।’

ফারজানা রাহার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বৃষ্টি বিলাসী বিকেল’ ২০২৩ সালে প্রকাশিত হয়েছে বইমেলায়। দ্বিতীয় কবিতার বইটি নিয়েও অনেক আশাবাদী এই কবি।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।