জোবায়ের মিলনের গল্পগ্রন্থ ‘দগ্ধা অথবা না-গল্পের ছায়া’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

কবি ও গল্পকার জোবায়ের মিলনের গল্পগ্রন্থ ‘দগ্ধা অথবা না-গল্পের ছায়া’ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে স্বপ্ন’৭১ পাবলিকেশন্স থেকে। এটি তার তৃতীয় গ্রন্থ। এর আগের দুটি বইমেলায় আত্মপ্রকাশ করেছে ‘স্বৈরাচারী দুঃখ ও বিবিধ’ এবং ‘ঘন সাপের দেউরি’ নামের দুটি কাব্যগ্রন্থ।

জোবায়ের মিলনের লেখালেখির চর্চা কৈশোরের শুরুতে। নিয়মিত লিখছেন ছোট-বড় কাগজে এবং দৈনিকের সাহিত্য সাময়িকীতে। গল্প, কবিতা ছাড়াও সমসাময়িক বিষয়ে প্রবন্ধ, শিশুর মানসিক বিকাশে কর্তব্য-করণীয় ফিচার, শিশুতোষ ছড়াও লিখছেন সমান আগ্রহে।

আরও পড়ুন
আসছে মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’
আসছে সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই

বইটি সম্পর্কে জোবায়ের মিলন বলেন, ‘এর প্রতিটি গল্প আমাদের একটি পরিভ্রমণ; যেখানে চাইলেই পেরিয়ে যেতে পারি না কাম, বাসনা, লোভ, লালসা, আনন্দ, বেদনা, ক্রোধ এবং ঘৃণার পারদ। পেরিয়ে যেতে পারি না সত্যের সঙ্গে মিথ্যার, ন্যায়ের সঙ্গে অন্যায়ের চিরদিনের যুদ্ধ; জীবনের সঙ্গে যাপনের, শরীরের সঙ্গে মনের তুমুল ঝগড়া কিংবা নিত্যদিনের নিদারুণ দৃশ্য। যেখানে বাস্তব অথবা পরাবাস্তব অথবা জাদুবাস্তবতার মতো স্বচ্ছ কিংবা ধোঁয়াচ্ছন্ন ছায়া খেলা করেছে নিবিড় নৃত্যে; যা পাঠোত্তরে প্রচল দিন-রাত্রির গূঢ় আবছায়া পাঠেরই তীক্ষ্ম অনুভূতি অনুভূত হবে নিঃসন্দেহে।’

গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে—‘সৌরভের সন্ধানে’, ‘আবু ইসহাকের এক বিকাল’, ‘প্রত্যাবর্তন’, ‘নেকড়ে নদী ও কাবেরী রায়’, কুয়াশা কর্পুর—কাল—অন্ধকারের জীবাশ্ম’, ‘আদিম অনস্বীকার্য’, ‘একটি শোনা গল্প ও উত্তরাধুনিক যুগের জরবস্তু’সহ মোট ১২টি গল্প। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। স্টল নাম্বার ১৯০। মূল্য ২৫০ টাকা।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।