আসছে আলমগীর রেজা চৌধুরীর ‘চিনে এলাম চীন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

দৈনিক সময়ের আলোর সহকারী সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরীর চীন ভ্রমণ নিয়ে লেখা ‘চিনে এলাম চীন’ বইটি প্রকাশিত হতে যাচ্ছে।

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হচ্ছে বইটি। এর নান্দনিক প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী।

বিশ শতকের সত্তর দশকের কবি আলমগীর রেজা চৌধুরী একাধারে ছোটগল্প, উপন্যাস ও কবিতা লিখে থাকেন। এছাড়া শিশুতোষ সাহিত্য কিংবা ক্রীড়া বিষয়ক লেখালেখিতেও তিনি সিদ্ধহস্ত। নিয়মিত করেন অনুবাদ।

আরও পড়ুন: মাসউদ আহমাদের ‘কাঞ্চনফুলের কবি’

তার উল্লেখযোগ্য বই হচ্ছে- কবিতার বই ‘হঠাৎ কবিতা’ ও ‘শ্রেষ্ঠ কবিতা’, গল্পগ্রন্থ ‘যতি অপহরণ’, উপন্যাস ‘মমি জেগে ওঠে’, ভাষান্তর করেছেন ‘ল্যু স্যুনের কবিতা’, সম্পাদনা করেছেন ‘অপ্রকাশিত তসলিমা নাসরীন’ প্রভৃতি।

তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে সোনার বাংলা সাহিত্য পুরস্কার, ফ্রেন্ডস অব হিউম্যানিটি পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।