উদ্যোক্তাদের জন্য ওয়ালী আহমেদ রাব্বির বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৪ জুন ২০২৩

বর্তমান তরুণদের বড় একটি অংশ চাকরির পেছনে না ঘুরে নিজে নিজেই স্বাবলম্বী হচ্ছেন। বেছে নিচ্ছেন উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার কঠিন পথ। অনেকে সফলতার মুখ দেখছেন। আবার অনেকে মোটা অঙ্কের টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়ছেন।

তাই তরুণ উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা দিতে এবার বই লিখেছেন তরুণ উদ্যোক্তা মো. ফজলে রাব্বি। যিনি ওয়ালী আহমেদ রাব্বি নামেই বেশি পরিচিত। তার লেখা ‘উদ্যোক্তার যাত্রা: আইডিয়া থেকে সাফল্যের দিকে’ বইটি তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘The Entrepreneur’s Journey: From Idea to Success’-এ আপনি মূল্যবান অন্তর্দৃষ্টি এবং শিক্ষা লাভ করবেন। যা সফল উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। বইটি আপনাকে উদ্যোক্তা যাত্রার পর্যায়গুলোর মধ্য দিয়ে নিয়ে যাবে। ধারণা থেকে শুরু করে পণ্যের বিকাশ, বিপণন, বিক্রয় কীভাবে করতে হবে; সেটিও শিখিয়ে দেবে।’

আরও পড়ুন: ‘লিডারশিপ উইথ সোল’ বইয়ের প্রকাশনা উৎসব

রাব্বি বলেন, ‘আপনি স্থিতিস্থাপকতা, অধ্যবসায় এবং অভিযোজন যোগ্যতার গুরুত্ব এবং সেইসঙ্গে একটি শক্তিশালী নির্মাণের কৌশল সম্পর্কে শিখতে পারবেন। এছাড়া মূলধন সুরক্ষিত রাখার প্রক্রিয়াও শেখাবে। আপনি নতুন কিংবা অভিজ্ঞ উদ্যোক্তা হন না কেন, দ্য এন্টারপ্রেনারস জার্নি আপনাকে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা, নির্দেশিকা এবং সরঞ্জাম সরবরাহ করবে।’

১৯৯৪ সালের ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওয়ালী আহমেদ রাব্বি। তার বাবা মো. হারুন ব্যবসায়ী, মা শিল্পী আক্তার গৃহিণী। পড়ালেখা করেছেন ঢাকায়। ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর বিবিএতে ভর্তি হয়ে এক সেমিস্টার শেষ করেন। পরে জীবিকার তাগিদে দেশের বাইরে পারি জমান। বর্তমানে চীন থেকে বিভিন্ন পণ্য আমদানির ব্যবসা করছেন রাব্বি।

আরও পড়ুন: প্রকাশ হলো কবি তুহিন মাহামুদের ‘পরিবর্তন’

ওয়ালী আহমেদ রাব্বি বলেন, ‘আমি নিজেও একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়া এত সহজ নয়। অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। এই কঠিন পথ কীভাবে পাড়ি দিতে হবে, কোন কাজগুলো করতে হবে তার সবকিছুই আমার লেখা বইটিতে তুলে ধরা হয়েছে। যারা প্রকৃতপক্ষে উদ্যোক্তা হতে চান, তাদের আমার বইটি পড়া উচিত।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।