ভাষা দিবসে এলো সর্বোচ্চ ৩০৩ নতুন বই
অমর একুশে বইমেলার ২১তম দিনে আজ সর্বোচ্চ ৩০৩টি নতুন বই এসেছে। এ নিয়ে এবারের মেলায় নতুন বই এলো দুই হাজার ৫৮৪টি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের ফলে নতুন বই প্রকাশ হয়নি। দ্বিতীয় দিনে ২১টি নতুন বই দিয়ে মেলায় বই প্রকাশ শুরু হয়। আজ মেলার ২১তম দিন। অমর একুশে ফেব্রুয়ারি ও ছুটির দিন হওয়ায় এখন পর্যন্ত এবারের মেলায় সর্বোচ্চ ৩০৩টি নতুন বই প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: ছবি তুলেছি ভিডিও করেছি বই কিনিনি
তারা জানান, মেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বই এসেছে আজ। মেলায় বেশি বই প্রকাশ যেমন বাড়ছে শেষ দিকে বাড়ছে পাঠক ও দর্শনার্থীদের সংখ্যাও। আজ মেলাপ্রাঙ্গণে প্রবেশ করেছেন কয়েক লাখ মানুষ।
আরও পড়ুন: প্রতিটি গল্পেই একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি
আরএসএম/বিএ/জেআইএম