বইমেলায় গায়ক তাসরিফ খানকে ঘিরে স্টলে ভিড়

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

বইমেলার দ্বাদশতম দিনে জমে উঠেছে বইমেলা। প্রিয় লেখককে ঘিরে ভক্ত-পাঠকদের ভিড় লক্ষ্য করা গেছে কিংবদন্তী পাবলিকেশনের স্টলে। প্রকাশনীটি এবার জনপ্রিয় গায়ক তাসরিফ খানের বাইশের বন্যা নামে একটি বই প্রকাশ করেছে।

বিকেল সোয়া পাঁচটায় স্টলে আসেন তাসরিফ খান। উপচেপড়া ভিড় উপেক্ষা করে পাঠকরা বই কেনার জন্য এগিয়ে আসেন। লেখকের অটোগ্রাফ ও ফটোগ্রাফ নিয়ে হাসিমুখে ফিরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বইমেলায় গায়ক তাসরিফ খানকে ঘিরে স্টলে ভিড়

বই কিনে মিস্টার বিন খ্যাত রাসেদ শিকদার বলেন, 'তাসরিফ ভাইয়ের বই কিনতে পেরে ভালো লাগছে। ২০২২ সালে সিলেটে যে বন্যা হলো, সেই বন্যাকে কেন্দ্র করেই গল্পগুলো লিখেছেন তিনি। আশা করি সবারই ভালো লাগবে বইটি।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্টলের বিক্রয়কর্মী মো. আসিফ মাহমুদ বলেন, 'বইমেলার শুরু থেকেই তাসরিফ খানের বাইশের বন্যা বিক্রি হচ্ছে। তবে লেখক এলে ভিড় বেড়ে যায়। তখন চাপ সামলাতে হিমশিম খেতে হয়।'

বইমেলায় গায়ক তাসরিফ খানকে ঘিরে স্টলে ভিড়

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, 'কিংবদন্তী পাবলিকেশন এবার বেশকিছু আলোচিত বই এনেছে। সব লেখক একসঙ্গে স্টলে এলে জায়গা দিতে পারবো না। তাসরিফ খানের বইটিও পাঠক সাদরে গ্রহণ করেছে।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাসরিফ খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 'আমি গানের মানুষ। এবছরই প্রথম বই লিখলাম। বাস্তব ঘটনার আলোকে লেখার চেষ্টা করেছি। পাঠকের অভাবনীয় সাড়া পেয়ে সত্যিই আমি গর্বিত। সবার ভালোবাসায় আমি অভিভূত।'

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।