মোস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মোস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’। বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

রোমান্টিক এবং ম্যাজিক রিয়েলিজম জনরার বইটির মূল্য ৩৫০ টাকা। কমিশন দিয়ে পাওয়া যাবে ২৬৫ টাকায়। বইমেলার ১১ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘মানুষ যখন ভালোবাসে, সে শুধু বর্তমানকেই ভালাবাসে; অতীত-ভবিষ্যৎ ভেবে ভালোবাসে না। ভালোবাসার পর ভবিষ্যৎ আসে, আসে অতীতও। তখন মানুষ অতীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎকেও ভালোবাসে। ভালোবাসা চলমান এবং শ্বাশত।’

আরও পড়ুন: বইমেলায় তুহিনের ‘কালের কথা’

তিনি বলেন, ‘ভালোবাসা মূলত অর্ন্তগত, দৃশ্যত কখনো থাকে, কখনো থাকে না। তারপরও কী এক অসীম আর অদৃশ্য শক্তির কারণে ভালোবাসা বয়ে বেড়ায় অন্তরে অন্তরে। অন্তরের সেই শক্তিকে দেখার চেষ্টা করা। বইটি পড়লে তারই স্বরূপ উন্মোচিত হবে।’

মোস্তফা মননের অন্য বই হলো- ‘আগুনকাল’ এবং ‘অক্ষর’। তার বইগুলো বইমেলা ছাড়াও অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাচ্ছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।