বইমেলায় মুমতা হেনার ‘উপাখ্যান’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মুমতা হেনার কাব্যগ্রন্থ ‘উপাখ্যান’। চারু সাহিত্যাঙ্গন থেকে প্রকাশ হওয়া বইটি সব মহলে সমাদৃত হবে বলে দাবি প্রকাশনা সংস্থার। বইটি ৫৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

প্রকাশক জানান, বইটিতে ২৫টি কবিতা আছে। তার কবিতায় সমসাময়িক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে একজন কবি হিসেবে তার সবটুকু দিয়ে লেখার চেষ্টা করেছেন। তার কবিতায় হৃদয় স্পর্শ করা প্রেম, ভালোবাসা, বিরহ, যন্ত্রণা ঠাঁই পেয়েছে।

মুমতা হেনার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম ছাব্বিশ পাড়া গ্রামে। তবে তিনি ২০০১ সালের ২৫ আগস্ট পুরান ঢাকার শ্রীস দাস লেনে জন্মগ্রহণ করেন। দুই ভাই-এক বোনের মধ্যে মুমতা হেনা সবার ছোটো।

আরও পড়ুন: আনিস ফারদীনের ‘অদেখা জীবনের দেখা গলি’

তার কবিতা এখন পর্যন্ত দশেরও বেশি কাব্যগ্রন্থে প্রকাশ হয়েছে। এ ছাড়াও তিনি পত্র-পত্রিকায় নিয়মিত কলাম ও ফিচার লেখেন। লেখালেখির পাশাপাশি তার অন্যতম শখ ডাকটিকিট ও দেশি-বিদেশি বিভিন্ন মুদ্রা সংগ্রহ।

তিনি ২০২০ সালে ভারত-বাংলাদেশ সাহিত্য পরিষদ পদক, হাসন রাজা সাহিত্য পদকসহ বেশ কিছু পুরস্কার অর্জন করেন। তার ইচ্ছা, সাহিত্যের ভুবনেই বিচরণ করার।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।