বইমেলায় কবি সালেহ রনকের ‘গালি ও গজল’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি সালেহ রনকের প্রথম কবিতার বই ‘গালি ও গজল’। চন্দ্রবিন্দু প্রকাশিত বইটি অনন্য ভঙ্গিমায় তিন পর্বে গ্রন্থিত। এতে উঠে এসেছে সমকালীন ধারা ও গভীর বোধের প্রকাশ।

গত বছরের ২০ ডিসেম্বর প্রকাশ হওয়া বইটি দ্রুতই পাঠকপ্রিয় হয়ে উঠেছে। প্রথম মুদ্রণের কপি এরই মধ্যে শেষ। অমর একুশে বইমেলার প্রথমদিনেই এসে গেছে দ্বিতীয় মুদ্রণ।

‘গালি ও গজল’ অন্তর্গত উচ্চারণ এবং নিঃসঙ্গ মানুষের নিবিড় আর্তি। দেশকালের ভাবনাও এখানে দুর্নীরিক্ষ্য নয়। আমরা প্রতিদিন যে বাক্য আর ধ্বনিগুলো শুনি, তার মধ্যে কর্কশতম হচ্ছে গালি, আর মধুরতম ধ্বনির মধ্যে আছে গজল।

আরও পড়ুন: জুলফিকার শাহিনের ‘যে সুতোয় তুমি স্বপ্ন বোনো’

সালেহ রনক ধ্বনির সেই বৈপরীত্যকে ধরতে চেয়েছেন অনায়াস দক্ষতায়। নিরীক্ষার নামে অবোধ্য প্রলাপ এবং শব্দের জঞ্জাল থেকে অনেক দূরে সরে গিয়ে তিনি সন্ধান করেছেন এক নতুন ভাষার।

কবিতাকে প্রথাগত ধারণা থেকে বের করে আনতে গিয়ে তিনি তৈরি করেছেন এক অন্য ধরনের জাদুবাস্তবতা। মেলার ৫৬৮ নম্বর স্টলে চন্দ্রবিন্দু প্রকাশনে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া রকমারি ও বাতিঘর থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।