রাব্বী হোসেনের দ্বিতীয় উপন্যাস ‘নিশিদিন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

তরুণ লেখক ও গণমাধ্যমকর্মী রাব্বি হোসেনের প্রথম উপন্যাস ‘স্মৃতির রুমাল’ প্রকাশ হয় গত বইমেলায়। এবার ঘাসফুল থেকে আসছে দ্বিতীয় উপন্যাস ‘নিশিদিন’। প্রচ্ছদ করেছেন মাইশা তাবাসসুম। বইটির মূল্য ৩৬০ টাকা। তবে বিশেষ ছাড়ে প্রি-অর্ডার চলছে।

নিশিদিন সামাজিক উপন্যাস। লেখক রাব্বি হোসেন বলেন, ‘উপন্যাসের কাহিনি একটি গ্রামীণ জনপদকে ঘিরে। যেখানে বেঁচে থাকার মূল রসদ মেঘনা নদী। কুসংস্কার ও অন্ধত্ব ছাপিয়ে ভালোবাসার এক তীব্র অনুভূতি প্রকাশ পেয়েছে উপন্যাসে।’

রাব্বি হোসেনের বেড়ে ওঠা কুমিল্লার মেঘনা উপজেলায়। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিবিএ শেষ করেছেন। বর্তমানে একটি ইংরেজি দৈনিকে কাজ করছেন।

এর আগে তিনি দীর্ঘদিন কাজ করেছেন একটি জাতীয় দৈনিক পত্রিকায়। এ ছাড়া তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।