আসছে রবিন জামান খানের ‘রুদ্ধরাত’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে রবিন জামান খানের কন্সপারেসি থ্রিলার ‘রুদ্ধরাত’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অন্যধারা।

প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন। বইটির মূল্য রাখা হয়েছে ৬৬০ টাকা। এটি লেখকের বারোতম বই।

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যায় সাহিত্য পুরস্কার গ্রহণের প্রাকমুহূর্তে লেখক আরিয়ান শফিককে গ্রেপ্তার করা হলো তার সবচেয়ে কাছের বন্ধুকে হত্যা করার অপরাধে। আত্মপক্ষ সমর্থনের আগেই তাকে হত্যা করতে উদ্যত হলো একাধিক মহল।

অন্যদিকে তাকে উদ্ধার করতে এগিয়ে এলো আইনপ্রয়োগকারী সংস্থার এক অফিসার ও আইটি এক্সপার্ট। এমন এক ঘটনার সঙ্গে জড়িয়ে গেল আরিয়ান, যার কেন্দ্রবিন্দুতে সে নিজেই। ‘রুদ্ধরাত’ এমন এক রাতের গল্প, যে রাতে কারো ঘুমানোর উপায় নেই।

রবিন জামান খান বাংলাদেশি লেখক। তার জন্ম ময়মনসিংহ শহরে, পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। ‘রুদ্ধরাত’ তার লেখা প্রথম কন্সপারেসি থ্রিলার। এর পরবর্তী বইয়ের নাম ‘মুক্তভোর’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।