বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি
অমর একুশে বইমেলায় এবার প্রায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে এক কোটি ২৭ লাখ টাকার। এবার বইমেলায় মোট বই প্রকাশ হয়েছে তিন হাজার ৪১৬টি। মেলার শেষ দিনেও ২১৫টি নতুন বই এসেছে। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, যা পুরো বইয়ের ২৬ ভাগ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার শেষ দিনে মূল প্রতিবেদনে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ এসব তথ্য জানান।
জালাল আহমেদ জানান, ২০২১ সালে তিন কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সেদিক থেকে টাকার হিসাবে বিক্রি বেড়েছে সাড়ে ১৭ গুণ।
এবার মোট তিন হাজার ৪৬১টি বই এসেছে মেলায়। এর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬০টি কাব্যগ্রন্থ, ৫০১টি উপন্যাস, ৪৬৭টি গল্পের বই। এসব বইয়ের মধ্যে মানসম্মত বই এসেছে ৯০৯টি।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।
আরএসএম/ইএ/জেআইএম