মাহাবুব আলমের কাব্যগ্রন্থ ‘নব জাগরণ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে মাহাবুব আলমের কবিতার বই ‘নব জাগরণ’। বইটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশ। প্রচ্ছদ করেছেন মুহাম্মদ ইউসুফ। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

বইটিতে মোট ৫৫টি কবিতা স্থান পেয়েছে। এটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। তবে প্রথম একক কাব্যগ্রন্থ। বইটি অমর একুশে বইমেলা ও রকমারি ডটকমে পাওয়া যাবে।

মাহাবুব আলমের জন্ম মাদারীপুর সদর উপজেলায়। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রথম কবিতা প্রকাশ হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় তার কলাম, গল্প ও প্রবন্ধ প্রকাশ হয়। ২০২১ সালে তার যৌথ কাব্যগ্রন্থ ‘বন্ধুত্ব’ প্রকাশ হয়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।