বইমেলায় আসছে নাহিদের ‘বিষাদবাড়ি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২২

অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক নাহিদ আহসানের উপন্যাস ‘বিষাদবাড়ি’। বইটি প্রকাশ করছে ‘জ্ঞানকোষ প্রকাশনী’।

প্রথম গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’ প্রকাশিত হওয়ার পর পাঠকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ লেখক। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় প্রকাশিত হবে তার দ্বিতীয় বই।

বইটি সম্পর্কে নাহিদ আহসান বলেন, ‘বিষাদবাড়ি—দুঃখ জমাট বাঁধা জীবনের এক অনন্য উপাখ্যান, এক অজানা টানাপড়েনের গল্প, বিষাদের গল্প। বিষাদবাড়ি জয়নব, হালিমা কিংবা অবন্তীর গল্প। অথবা এই অজানা গল্পটা হয়তো আমাদের সবার। গভীর জীবনবোধের এক অনন্য উপাখ্যানে হারিয়ে যেতে পড়তে হবে বিষাদবাড়ি।’

প্রকাশনী সূত্রে জানা গেছে, বইটি মেলা শুরু হওয়ার কিছুদিন আগেই প্রকাশিত হবে এবং পাঠকরা মেলা থেকে বইটি সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করতে পারবেন।

লেখালেখির পাশাপাশি তিনি উপস্থাপনা ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত আছেন। ২০১৭ সালে তার হাতে প্রতিষ্ঠিত ‘স্বপ্নদ্রষ্টা’ প্রশংসনীয় ভূমিকা রাখছে। এছাড়াও একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘শাপলা শালুক’র উপস্থাপনায় যুক্ত আছেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।